
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। তারপর থেকেই সমালোচনার ঝড় বইছে। তীরবিদ্ধ বাবর, রিজওয়ানরা। বর্তমানে পাকিস্তান ক্রিকেটের গ্রাফ নিম্নমুখী। শোচনীয় অবস্থা ঘরোয়া ক্রিকেটের। এই অবস্থার জন্য ইমরান খানকে দায়ী করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। নিজের এক্সে হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন তিনি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ সকলে। জোড়া হারে আইসিসির মার্কি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মেনে নিতে পারছেন না সমর্থকরা। নাজম শেঠি বলেন, 'ক্রিকেট মহল বলছে, পাকিস্তানের ক্রিকেট তলানিতে গিয়ে ঠেকেছে। একটা ক্রিকেট দল যারা ২০১৮ সালে টি-২০ ফরম্যাটে এক নম্বরে ছিল, ২০১৬ সালে টেস্টে এবং ১৯৯০ ও ১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে শীর্ষে ছিল, তাঁদের আজ জিম্বাবোয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল এই দল, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।'
পিসিবির প্রাক্তন প্রধানের কথা অনুযায়ী, এই পতন শুরু হয়েছে ২০১৯ সালে। দেশের প্রধানমন্ত্রী ইমরান খান থাকাকালীন পিসিবিতে ম্যানেজমেন্টের পরিবর্তন হয়। তাঁরা এসেই ঘরোয়া ক্রিকেটের ভোল বদলে দেয়। বছরের পর বছর ধরে যেভাবে চলে সাফল্য পায় পাকিস্তান ক্রিকেট, সেটা রাতারাতি বদলে ফেলা হয়। অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল নিয়ে আসা হয়। তাতেই পতনের সূত্রপাত। নজম শেঠি লেখেন, 'রাজনৈতিক হস্তক্ষেপ অব্যাহত ছিল। নতুন পলিসি আনা হয়। বিদেশি কোচ আনা হত, এবং অল্প দিনেই ছেঁটে ফেলা হত। নির্বাচকদের ইচ্ছামত মনোনীত করা হত। পুরোনোদের ফিরিয়ে এনে মেন্টর করা হত। শেষপর্যন্ত প্লেয়ারদের হাতে পাওয়ার, অধিনায়কের সঙ্গে ইগোর লড়াই, দলবাজি চালু হয়। তার ফল আমাদের সামনে।' ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই পিসিবি থেকে ইস্তফা দেন নাজম শেঠি। এরপরই এহসান মানিকে নিয়োগ করা হয়। তারপর পিসিবির প্রধান করে আনা হয় রামিজ রাজাকে। কিন্তু গদি বদলালেও তাঁরা পাকিস্তান ক্রিকেটার সুদিন ফেরাতে পারেনি।
গম্ভীরের পর সামি, পহেলগাঁও হামলার পর হুমকি মেল পেলেন টিম ইন্ডিয়ার পেসার
‘২০ বছর ধরে সেরাটা দেওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে চাই’, লিভারপুল ছাড়ার ঘোষণা করে জানালেন আর্নল্ড
প্লে অফের লড়াই থেকে ছিটকে গেলেও প্লেয়ার নিয়ে যাচ্ছে চেন্নাই, এবার দলে নিল বিধ্বংসী এই ব্যাটারকে
সাদা বলের ক্রিকেটে সেরা রোহিতরাই, জানিয়ে দিল আইসিসি
'আবার শ্বাস নিতে পারছি', ইডেনে বিস্ফোরণের পরে স্বস্তি ফিরল রাসেলের মনে
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর